সোনাইমোড়ী ডেস্ক:ফের আবারও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। জানা গেছে,সরকারি ভাবে টিসিবির হিসাব অনুযায়ী গত এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে শতকরা প্রায় ১১ ভাগ। আর যদি গত বছরের এই একই সময়ের সাথে তুলনা করা হয় তাহলে এখন বেশী আছে শতকরা ২৬ ভাগ।আজ শুক্রবার ৫ ই মার্চ রাজধানীর মিরপুরের বেশ কিছু বাজারে ঘুরে দেখা গেছে,ব্রয়লার মুরগি খুরচা ভাবে বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা প্রতি কেজি যা ১ মাস আগে ছিল প্রতি কেজি ১২৫-১৩৫ টাকা এবং গত বছরের সাথে তুলনা করলে তখন এই সময়ে ছিল প্রতি কেজি ১১০-১২০ টাকা। বাজারে ঘুরে আরো দেখা গেল মুরগির দাম ছাড়াও বেড়েছে করলা,পটল, ছাড়াও চালের দামও বেড়েছে।
ফের ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি।
0
703
Previous article
Next article