এসএম টিভি ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজিয়া মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। জানা গেছে,আজ মঙ্গলবার রাতে এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাওলানা আবদুর রহমান মিন্টুকে গ্রেফতার করে থানা পুলিশ।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান, অভিযুক্ত মিন্টু শিবগঞ্জের বিহার ইউনিয়নের বাসিন্দা। তিনি পৌর এলাকার বানাইলে হযরত ফাতেমা হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। ওই মাদরাসার ১২ জন ছাত্রী মিন্টুর বাসার একপাশে হলরুমে থাকত, অন্যপাশে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত সে।
গত রোববার ৩০ মে রাত দুইটার পরে মিন্টু হলরুমে প্রবেশ করে এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং কাউকে বিষয়টি না বলার জন্য হুমকি-ধামকি দেয়। পরে ঐ ছাত্রী তার পরিবারকে ঘটনা জানালে তারা তাকে বাড়িতে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাতে ছাত্রীর বাবা শিবগঞ্জ থানায় এসে মাওলানা আবদুর রহমান মিন্টুকে অভিযুক্ত করে মামলা দায়ের করে এই ঘটনায় অভিযুক্ত আসামি মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।