এসএম টিভি ডেস্ক: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬২ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৪ জন। এ সময় সুস্থ হয়েছেন আরও ২৭ জন।
জেলা সিভিল সার্জনের তথ্যসূত্রে জানা গেছে,জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮২ জনের নমুনার ফলাফলে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৭ জন। নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সদরের ৪৭ জন, আদমদীঘির সাতজন, ধুনটের পাঁচজন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুর উপজেলার একজন করে আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭৩ জন। এছাড়া নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন।