এসএম টিভি ডেস্ক: বগুড়ায় বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে একজন।
নিহতের নাম আবুল হোসেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বারোপুরের সুবিল খালের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থায়ী সূত্রে জানা গেছে,আজ ভোরে রংপুরগামী নাবিল পরিবহনের একটি বাস ঢাকাগামী টমেটোবোঝাই মিনি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন নিহত হয়েছে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি আটক করে।
পুলিশ ট্রাকের ড্রাইভিং সিট থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে। পুলিশের ধারনা চালক গাঁজা সেবন করে ট্রাকটি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।