সোনাইমোড়ী ডেস্ক:আজ ২৫ ই মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আরো অনেকে।
এছাড়াও অনুষ্ঠানটি পরিচালনা করছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।