সোনাইমোড়ী ডেস্ক: বরিশাল জেলার গৌরনদীর পালরদী নদীতে ভেসে আসল অজ্ঞাত পরিচয় শিশুর নিথর দেহ। বরিশালের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার (৯-মার্চ) সকাল ১০টার সময় সরদার বাড়ির নামক এক ঘাটলা স্থানে শিশুর মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার উপ পরির্দশক সংবাদ প্রতিনিধিদের বলেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত দেখা গেছে শিশুটি সদ্য ভূমিষ্ট বলে মনে হচ্ছে।
এ বিষয়ে সিঅইডির একটি টিমকে খবর দেয়া হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্ততি চলছে।