সোনাইমোড়ী ডেস্ক: বরিশালের গৌরনদীতে পুলিশের উদ্যেগে দিনব্যাপী মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশে পুলিশের উদ্যেগে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রমের পদযাত্রা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ বরিশালের গৌরনদীতে জেলা পুলিশের উদ্যেগে সচেতনতামূলক প্রচারনা ও সকল মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার গৌরনদী বাসষ্ট্যান্ড,টরকী বন্দরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান , গৌরনদী পৌরসভার মেয়র ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শকসহ অরো অনেকে।