সোনাইমোড়ী ডেস্ক: বরিশালের গৌরনদীতে মেম্বার প্রার্থীর সমর্থককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মেম্বার প্রার্থী মোঃ হোসেন বেপারী ও তার সমর্থকরা বুধবার রাত আটটার দিকে বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালের সমর্থক শান্ত হালদার, কালাম সরদার, উত্তম মন্ডল, দিপক মন্ডলসহ অন্যান্য সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থী হোসেন বেপারীর সমর্থক বাবুল গাইনকে (৪০) বছার দিঘিরপারের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে মেম্বার প্রার্থী সংবাদ প্রতিনিধিদের জানান, বিষয়টি আমার জানা নেই। আর ওই নামে আমার কোন সমর্থকও নেই।
আমাকে হয়রানি করার জন্য তারা নিজেরা নিজেরা দ্বন্দ করে আমার উপর সকল দোষ চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে । আমার নাম করে কেউ অপকর্ম করলে এর দায়ভার অপকর্মকারীকেই নিতে হবে।