সোনাইমোড়ী ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ আহত হয়েছেন বেশকয়েকজন জন। জানা গেছে,বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া নির্বাচন মামলাগত কারনে স্থগিত হলেও থামেনি সংঘর্ষ, পুলিশসহ একাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী আওয়ামীলীগ প্রার্থী (নৌকা মার্কা) নুরুল ইসলাম জামাল মোল্লা নামের এক ব্যক্তি ও স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) রুমা বেগম নামের কর্মী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের একাধিক লোক আহত হওয়াসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করার ঘটনা ঘটেছ।
পরে সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করেন ।
হামলায় পূর্বহর্ণি গ্রামের সোহেল (২১) এবং সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।