সোনাইমোড়ী ডেস্ক: বরিশালের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমড়াগাছিয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হন এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, প্রথম ধাপে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুলতান হোসেন নামের এক ব্যক্তি তার আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। বৃহস্পতিবার বিকেলে নৌকা প্রার্থী শারমিন জাহানের সমর্থক সুমন শরীফ ও সোহেল প্যাদার নেতৃত্বে ৮ জনের সন্ত্রাসী বাহিনী আমড়াগাছিয়া বাজারের চয়ন মিষ্টির দোকানের সামনে স্বতন্ত্র প্রার্থী সুলতান হোসেন ও তার সমর্থক আলমগীর হোসেন টুকুকে নির্বাচনী প্রচরণার সময় লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।