সোনাইমোড়ী ডেস্ক: বরিশালে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিহত হয়েছে মা- মেয়ে। জানা গেছে, গতকাল রবিবার ০৪ এপ্রিল রাতে উপজেলার বানা ইউনিয়নের টাবনি ঘোষবাড়ি শ্মশানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম হালিমা পারভীন মেয়ের নাম আফসানা।
পারিবারিক সূত্রে জানা গেছে,লকডাউনের ঘোষণার কারণে রাজধানী ঢাকা থেকে বাবার বাড়িতে হালিমা পারভীন ও তার ছোট মেয়ে আফসানা আসতেছিলেন। বাস থেকে নেমে বোয়ালমারী হয়ে ভ্যানে করে তারা আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিল। এসময় তারা উপজেলার বানা ইউনিয়নের টাবনি ঘোষবাড়ি শ্মশানের নিকট পৌঁছালে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে সজনে গাছ ভেঙে মাথার ওপর চাপা পড়ে।
পরে স্থানীয়রা দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঝড়ের মধ্যে মোটরসাইকেলে করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।