সোনাইমোড়ী ডেস্ক: বরিশালে ট্রলির সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে এক জন। ঘটনাটি ঘটেছে, বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট। বরিশালের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় মেট্রোপলিটন বন্দর থানা এলাকায় বরিশাল-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল মালেক ঠিকানা চরগোপালপুর-নলচর গ্রামের।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, আব্দুল মালেক খান বয়স্ক ভাতা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের যাওয়ার পথে সাহেবেরহাট বাজারে ট্রলির ধাক্কায় তিনি নিহত হন। দুর্ঘটনার পর পরই ট্রলি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।