এসএম টিভি ডেস্ক:বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছে দুই জন। আজ বুধবার দুপুর ৩টার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিদ্যুৎ বিশ্বাস ও রাব্বি। স্থাথায়ী সূত্রে জানা গেছে,গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরের রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলে দুই যুবক একই দিকে যাচ্ছিলো।
এসময় আমতলার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের পেছনের বাম চাকার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এছাড়া এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।