মিঠুন, সোনাইমুড়ী ডেস্ক: বরিশাল জেলার বাকেরগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছে অটোরিকশাচালক এছাড়া আহত হয়েছেন তিনজন। বরিশালের সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধি জানান , গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাকেরগঞ্জের কাঠেরপুল নামক স্থানে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক ব্যক্তি জানান , ঐ নিহত অটোরিকশা চালকের নাম সোহেল রানা (৩০)।
তার ঠিকানা হলো বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড। স্থানীয় পুলিশ জানায়, রাত ১০টার দিকে বরিশাল থেকে একটি অটোরিকশা চার যাত্রী নিয়ে বাকেরগঞ্জে যাচ্ছিল। তখন কাঠেরপুলের বিপরীতমুখী একটি ট্রাক ঐ অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সোহেল রানার মৃত্যু হয় এবং আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।