সোনাইমুড়ী ডেস্ক: বরিশালে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুর উপর। বরিশালের সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধি জানান, বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময়।
দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক কে আটক করেছে পুলিশ। জানা গেছে নিহত ব্যাক্তিদের ঠিকানা ফরিদপুর। বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধিদের জানান, ঐ দুই ব্যাক্তি জুম্মার নামাজ আদায় করতে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন তখন এই দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন।