এসএম টিভি ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২২ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত ১৬ হাজার ৬৭৩ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,এ বিভাগে মোট আক্রান্ত ১৬ হাজার ৬৭৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৮ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩৬ জন নিয়ে মোট ৭ হাজার ৪৬২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২ হাজার ৪০৪ জন, ভোলা জেলায় নতুন ৬ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ১৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৫২ জন নিয়ে মোট ১ হাজার ৯৪৭ জন, বরগুনা জেলায় নতুন কেউ শনাক্ত হয়নি।
ফলে এই জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১ হাজার ৩৪৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছর বয়সী সবিতা এবং পিরোজপুর জেলা হাসপাতালে ৬০ বছর বয়সী আব্দুল মালেক মৃত্যুবরণ করেন।