বরিশালে বঙ্গবন্ধু কলোনিতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঘর। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়,বৈদ্যুতিক শট সার্কিটের দরুন এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
বরিশাল মহানগরীর বান্দ রোডের বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।আগুন আরও ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেল্লাল হোসেন জানান, আধাঘণ্টার চেষ্টায় দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তাদের কর্মীরা। আগুন নেভানোর কাজে বরিশাল ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। এতে নৌ-ফায়ার স্টেশনের ‘অগ্নিযোদ্ধা’ নৌযান সহায়তা করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন: মো. রুবেল মিয়া, কালাম মিয়া, ছালাম মিয়া, মিলন মিয়া, জসিম উদ্দিন, মো. মাসুম, মানিক ফাহিম গাজী, সুখী বেগম, মো. রাসেল ও হারুন মিয়া। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।সেই সাথে ৭ টি ঘরের অনেকাংশে পুড়ে গেছে।