সোনাইমোড়ী ডেস্ক:বরিশালে বিপুলসংখ্যক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বরিশালের কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালের এক সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, বরিশালের কাউনিয়া থানা স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের ভাড়াটিয়া বাসায় থেকে ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩শ ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে সন্ধ্যার পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সংবাদ প্রতিনিধিদের জানান, সোমবার বিকেল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা ফরিদ আলমের ভাড়াটিয়া বাসায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন রাসেল হাওলাদার ও তানভীর হাওলাদার ।এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।