সোনাইমোড়ী ডেস্ক: বরিশালে চোরাইকৃত ৭৪টি গরু-মহিষ উদ্ধারসহ এক চোরকে গ্ৰেফতার করেছে পুলিশ। জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চোরাই ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে।
এ ঘটনায় চোরচক্রের একজন চোরকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানান,গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ থেকে সংবাদ পাঠানো হয় হয়, শাহজাহান রাঢ়ী নামের এক ব্যক্তি তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো।পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো। এবং তিনি আরও জানান,গ্রেফতার চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।