এসএম টিভি ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত ১৬ হাজার ১০৭ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যসূত্রে জানা যায়,মোট আক্রান্ত ১৬ হাজার ১০৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট ৭ হাজার ২৩১ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট ২৩৫৪, ভোলায় নতুন কেউ শনাক্ত হওয়া মোট শনাক্ত আগের ১৯৮৪ জনই আছেন। পিরোজপুরে নতুন ১৭ জন নিয়ে মোট ১৮০৭ জন, বরগুনায় নতুন ৩ জন নিয়ে মোট শনাক্ত ১৩১৬ জন এবং ঝালকাঠিতে নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাকেরগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সী ওবায়েদুল্লাহ এবং উজিরপুর উপজেলার ৬০ বছর বয়সী আব্দুস সালাম মৃত্যুবরণ করেন।