শিক্ষামন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুরোধে দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম।মন্ত্রনালয় দুটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনে গেম দুটি বন্ধ করতে অনুরোধ করে।জানা গেছে আগ্রহীদের বিরুপ প্রতিক্রিয়া এড়াতে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে বন্ধ করা হবে খেলা দুটি।
প্রথম দিকে VPN ব্যবহার করে গেম দুটি ব্যবহার করা যাবে তবে আস্তে আস্তে সে সুযোগও বন্ধ হবে। ফ্রি ফায়ার ও পাবজি খেলার মাধ্যমে দেখের কোটি কোটি টাকা দেশের বাহিরে চলে যাচ্ছে।তাই শিক্ষা মন্ত্রণালয় গেম দুটি নিষিদ্ধ করা হয়েছে।
প্লেয়ার আননোওন’স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি) হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল যা নির্মিত ও প্রকাশিত হয়েছে পিইউবিজি কর্পোরেশন কতৃর্ক, এটি দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লুহোলের একটি অঙ্গপ্রতিষ্ঠান।পাবজি খেলা শুরু হয় ২০১৮ সালে।
ফ্রি ফায়ার গেমটি ২০১৯ সালের সারাবিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড করা গেম। একই সাথে গুগুল প্লে স্টোরের সেরা গেমের পুরস্কার পায়। সম্প্রতি অনেক দেশেই ফ্রি ফায়ার গেমটি নিষিদ্ধ করে।
পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলে অনেক কিশোর গ্যাং সহ অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। তরুণদের মাঝে খুবই জনপ্রিয় ফ্রি ফায়ার ও পাবজি গেম। ২০১৭ সালে দক্ষিন ব্লু হোয়েল গেমটি চালু করার পর সারাবিশ্বে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে। ২০১৯ সালে চায়নার পাবজি গেমটিও বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠে। যাতে তরুন প্রজন্ম দ্রুত আসক্ত হয়ে উঠে।
গেম দুটির কারনে তরুণরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং সহ নানা অপকর্মে জড়িতদের গেম দুটিতে আসক্তির প্রমান দেখা যায়। অনেক গেম গুলো খেলতে বাবা মাকে স্মার্টফোন কিনতে বাধ্য করেছে। এসব কারনে দেশে গেম দুটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।