সোনাইমোড়ী ডেস্ক: বাগেরহাটে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন দুই জন। ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে। নিহতের নাম রুস্তম আলী সিকদার।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলার জোকা নামক স্থানে পৌঁছে বিপরীত দিক আসা অপর একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার যাত্রী রুস্তুম আলী ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে এক যাত্রী এবং চালক রানা আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।