সোনাইমুড়ী ডেস্ক: চাঁদপুরে বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুই জন। চাঁদপুরের একজন স্থায়ী প্রতিনিধি জানান একটি বিআরটিসি বাস এর সাথে অন্য একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা দূর্ঘটনাটি ঘটে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে।
দুর্ঘটনার বিষয়টি চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ দূর্ঘটনার কারন জানতে চাইলে বাসের বাসের হেলপার বলেন, বাসটি লক্ষ্মীপুর হতে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি খবর পেয়ে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।