27 C
Dhaka
Tuesday, September 26, 2023
spot_img

বাস মাইক্রোবাসের ধাক্কায় ১৭ জন নিহত

রাজশাহীর কাটাখালীতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা বাসের আঘাতে উল্টে গিয়ে মাইক্রোবাসে আগুন ধরে মারা যাওয়া ১৭ যাত্রীর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে গেছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা।

মর্গের সামনে উপস্থিত স্বজনরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই ভয়াবহতার ভেতরেও হাসপাতাল কর্তৃপক্ষ লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবার সদস্যদের হাতে হস্তান্তর করেছে।

শনিবার (২৭ মার্চ) বেলা ২টায় পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ। আব্দুর রহিম পুঠিয়ার বাড়ইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

এদিকে ময়নাতদন্তের জন্য শনিবার ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগার থেকে লাশগুলো বের করলে অপেক্ষারত স্বজনরা শোকে হতবিহ্বল হয়ে পড়েন। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে শোকার্ত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

খবরটা দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানেই দেখি। টিভি খুলে দেখি একই নিউজ দেখাচ্ছে। এরপর আব্বাকে ফোন করি। নম্বর বন্ধ পাই। গাড়িতে যারা ছিলেন তাদের কয়েকজনকে ফোন করে দেখি তাদের নম্বরও বন্ধ। তখন মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে।
শনিবার বিকাল সোয়া চারটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, শনিবার বেলা ৩টা থেকে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে ডিএনএ নমুনা রেখে লাশ হস্তান্তর হচ্ছে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করে শনাক্ত করা হবে।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট