রাজশাহীর কাটাখালীতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা বাসের আঘাতে উল্টে গিয়ে মাইক্রোবাসে আগুন ধরে মারা যাওয়া ১৭ যাত্রীর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে গেছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা।
মর্গের সামনে উপস্থিত স্বজনরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই ভয়াবহতার ভেতরেও হাসপাতাল কর্তৃপক্ষ লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবার সদস্যদের হাতে হস্তান্তর করেছে।
শনিবার (২৭ মার্চ) বেলা ২টায় পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ। আব্দুর রহিম পুঠিয়ার বাড়ইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
এদিকে ময়নাতদন্তের জন্য শনিবার ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগার থেকে লাশগুলো বের করলে অপেক্ষারত স্বজনরা শোকে হতবিহ্বল হয়ে পড়েন। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে শোকার্ত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।