বাড়িতে কিভাবে অক্সিজেন তৈরি করা যায়,গুগল এ ভারতীয়রা এ বিষয়টিই সার্চ করছেন।অনেকে অক্সিজেন সিলিন্ডার কিভাবে তৈরি হয় তা জানতে চাচ্ছেন।
বিষয়টি সর্বপ্রথম নজরে আনেন বিশাল গোন্ডাল।তিনি ফিটনেস ব্যান্ড Goqi Games এবং NCore Games এর প্রতিষ্ঠাতা। আপনারা চাইলে নিজেরা সার্চ দিয়ে দেখতে পারেন।
এখন প্রশ্ন হচ্ছে,ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি অক্সিজেন তৈরির উপায় জানতে চাওয়া হয়েছে?প্রথম হল গুজরাট,তারপর মহারাষ্ট্র,উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।