সোনাইমোড়ি টিভিঃ ঘটনাটি গত রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বিএসএফ আটক করে নিয়ে যায় বাংলাদেশি রুবেল মিয়াকে ।
বিজিবি (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জামিল জানান, আটক বাংলাদেশি রুবেল মিয়াকে বিএসএফ ভারতীয় থানায় হস্তান্তর করেছে মর্মে তাদেরকে জানানো হয়েছে ।
বিজিবি অধিনায়ক বলেন, প্রতাপপুর সীমান্ত এলাকার বর্তমানে ভারতীয় চালের দাম বাংলাদেশ অপেক্ষা অনেক কম । আর এ কারণেই অনেকে কম দামে চাল কিনতে ওপারে চলে যায় । যার কারনে আটক করা হয় বাংলাদেশি রুবেল মিয়াকে ।