আজ সোমবার ৫ জুন বিক্ষোভ থেকে সরে এল জামায়াতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় আজ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
দ্রব্যমূল্য বৃদ্ধি, দলের আমিরের মুক্তিসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিক্ষোভ কর্মসূচি পালন কেন্দ্র করে সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নিয়োগ করা হয়।এমতাবস্থায় বিক্ষোভ না করার সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী।সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানায়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়,পুনরায় ছুটির দিনে কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছে আবারও অনুমতি চাওয়া হবে। কারন অফিস-আদালত খোলা থাকার দিনে কর্মসূচি পালনে বিশৃঙ্খলা ঘটতে পারে তাই যেকোন ছুটির দিনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। জামায়াতের নেতাদের মান্য , জামায়াত শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। তাই যেহেতু কর্মদিবসে বিক্ষোভ করলে সংঘাত হবে বলে পুলিশ আমাদের বিক্ষোভ করতে বাধা দিয়েছে।তাই সংঘাত এড়াতে , কর্মদিবসে নয়, ছুটির দিন হলে সরকার নিশ্চয়ই অনুমতি দেবে; তাই আমরা আজ কর্মসূচি পালন না করে ছুটির দিনে বিক্ষোভের অনুমতি চাইব।