এসএম টিভি ডেস্ক: বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লাল সবুজের দেশ বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার দিনটি যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক মঙ্গলবার্তাই নিয়ে এলো। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ১০৩ রানের জয় তুলে নিয়েছে তামিম বাহিনী। এই জয়ের ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বাংলাদেশ।
ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী সুপার লিগের সেরা ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তারই অংশ হিসেবে এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ০-৩ ব্যবধানে হারায় নামের পাশে পয়েন্ট যোগ হয়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পাশাপাশি ২০ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ দল।