বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করেছে চীন। স্বাস্থ্যসনদ পরিদর্শনের কর্মসূচি হিসেবে নিজেদের নাগরিকদের আন্তর্জাতিকভাবে ভ্রমণের জন্য এটি চালু করে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই সনদ বিশ্ব অর্থনৈতি পুনরুদ্ধার করতে এবং সীমান্ত পারাপার সুবিধায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও ভ্রমণের সময় এত দিন আন্তর্জাতিক স্বাস্থ্যসনদই দেখিয়ে আসছিলেন চীনা নাগরিকেরা। তবে সেটি বাধ্যতামূলক ছিল না।
চীনা নাগরিকদের ভ্রমণের জন্য দেশটি এখন পর্যন্ত কোন কোন দেশের সঙ্গে কাজ করছে সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বাহরাইন ইতোমধ্যে ভ্যাকসিন পাসপোর্টের সঙ্গে পরিচিত। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কিছু দেশ এমন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিবেচনা করছে। টিকা গ্রহণকারীদের জন্য একই ধরনের ‘গ্রিন পাস’ নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যা দিয়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকেরা সদস্য দেশগুলোর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারবেন।