এসএম টিভি ডেস্ক: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে প্রাণী সম্পদ দপ্তরের সামনে থেকে একটি র্যাবিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদের সভাপতিত্বে জুম মিটিং শুরু হয়। এসময় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ আরো অনেকে।