সোমবার (২৯ মার্চ) এক বিশেষ সভায় পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তটি নেওয়া হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ অল্প কিছু দিন আগেই। পরীক্ষার কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের আগস্ট মাসে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।