এসএম টিভি ডেস্ক: বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালের দিকে বেনাপোল দীঘিরপাড় বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন- জামাল হোসেন, সত্যজিৎ বিশ্বাস ও ইদ্রিস আলী।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের কাছে গোপন একটি খবর আসে কয়েকজন মাদক বিক্রেতা মাদকের একটি বড় চালান নিয়ে বেনাপোলের দীঘিরপাড় গ্রামের বাইপাস সড়কে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তল্লাশি করে তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজাও উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন।