সোনাইমোড়ী ডেস্ক:ব্রাক্ষণবাড়িয়ায় সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ফলে আহত ১০ জন পুলিশসহ আহত ২০ জন।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭টার সময় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ১০ পুলিশ সদস্যসহ মোট ২০ জন আহত হয়েছেন।
এবিষয়ে স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, আজ শুক্রবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আসেন উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা।
ভিন্ন ভিন্ন ভাবে ফুল দেওয়ার সময় কথার কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে।