সোনাইমোড়ী ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর
উপজেলার মেঘশিমুল গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের পর গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তারা আদালতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার মূল্যক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন আরশাদুল ইসলাম (১৭) ও সালাউদ্দিন(১৫)।
আজ সকালে গ্রেপ্তারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের সাথে ওই গৃহবধূর পূর্ব থেকেই পরিচয় ছিলো। সেই সুবাদে তারা ওই গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর গৃহবধূর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।