এসএম টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে উপজেলার ধরখার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ১০ জুন বিকালে এ অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার।
স্থায়ী সূত্রে জানা গেছে,আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আবু বক্কর চৌধুরী ৭ বছর আগে জমিটি একই গ্রামের কাউছার খার নিকট বন্ধক দেয়। সম্প্রতি মনিয়ন্দ গ্রামের আশরাফুল আলম চৌধুরী জনি ওই কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে নিয়ে যায়। জমির মালিক বিষয়টি সকালে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
আরো জানা যায়,অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ড্রেজার মালিক ওই যুবলীগ নেতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার অপরাধে একই আইনের ১৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।