এসএম টিভি ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে এক বিদ্যুৎ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে,আজ সোমবার ৭ জুন শহরের শিমরাইলকান্দি রেলব্রিজের ওপর। নিহতের নাম শাহীন আলম তার ঠিকানা শহরের উত্তর মোড়াইল এলাকায়। তিনি বিদ্যুৎ বিভাগের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানায়, নিহত শাহীন বাড়ি থেকে হেঁটে শিমরাইল এলাকায় যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।