এসএম টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ২১ জুন দুপুরে শহরের টেংকের পাড় এলাকার একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থায়ী সূত্রে জানা গেছে,আজ দুপুরের কোন এক সময় জনাকীর্ণ এই সড়কের পাশে পলিব্যাগের মধ্যে করে নবজাতকটির মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এসময় নবজাতকটিকে এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন ভিড় করে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানায়, ধারণা করা হচ্ছে এটি অবৈধ সম্পর্কের ফসল। ঘটনাটির তদন্ত চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।