এসএম টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় পুলিশের এক সাব-ইনস্পেক্টর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে উপজেলার কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে।
নিহত এসআইর নাম মোস্তফা কামাল তার ঠিকানা ফেনীর ফুলগাজী উপজেলায়।
স্থায়ী সূত্রে জানা গেছে,একটি পিকআপ এসআই মোস্তফা কামালকে পেছন থেকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সদর হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।