27 C
Dhaka
Tuesday, September 26, 2023
spot_img

ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

ভারতে নতুন ডিজিটাল সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ মে (রোববার ) নয়া দিল্লিতে এর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় । ধর্মীয় পূজা-আর্চনা ও যাবতীয় রীতিনীতি অনুসরণ করে নতুন সংসদ ভবনের যাত্রা আরম্ভ করে মোদি।

তবে তার উদ্বোধনকৃত নতুন সংসদ ভবন, বয়কট করেছে ভারতের অধিকাংশ বিরোধী দল। কারন দর্শন করে তারা বলেন, প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে তারা চেয়েছিল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু যেনো এটি উদ্বোধন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নরেন্দ্র মোদি সকাল ৭টা ৩০ মিনিটে নতুন সংসদে এসে লোকসভার স্পিকার ওম বিরলাকে নিয়ে পূজায় আর্চনায় বসেন । নতুন সংসদ ভবন তৈরিতে যাদের অসামান্য অবদান রয়েছে সেসব শ্রমিক কে অভিনন্দন জানান মোদি। তবে তার আগে সকল ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের প্রার্থনা বানী করেন। টাটা প্রজেক্ট লিমিটেডের তৈরিকৃত এই সংসদ ভবন টি ৬৪ হাজার ৫০০ স্কয়ার কিলোমিটার জায়গাজুড়ে অবস্থিত। চারতলা এই ভবনটির একটি বিশাল কনসটিটিউশন হল রয়েছে। এছাড়াও এতে প্রবেশের জন্য জ্ঞান, শক্তি এবং কর্ম নামের ৩টি দরজা রয়েছে। নতুন এই ভবনে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় এমপি-মন্ত্রিদের জন্য একটি লাউঞ্জ, লাইব্রেরী, একাধিক কমিটি রুম, ডাইনিং ও বিশালাকার পার্কিং এরিয়া রয়েছে। নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে ৮৮৮ জন সদস্য ও রাজ্যসভা চেম্বারে ৩০০ সদস্য বসতে পারবেন । কিন্তু সংসদের দুই কক্ষই যদি একসঙ্গে বসতে চায় তাহলে লোকসভা চেম্বারেই ১২৮০ সদস্যের জায়গা হবে। সংসদ ভবনে ব্যবহৃত সেগুন কাঠ মহারাষ্ট্রের নাগপুর থেকে সংগ্রহ করা হয়েছে । এখানের কার্পেট এনেছে উত্তর প্রদেশের মির্জাপুর থেকে। লাল ও সাদা বেলেপাথর আনা হয়েছে রাজস্থানের সর্মথুরা থেকে। নতুন এই সংসদ ভবনের ভিডিওটি শেয়ার করেছে শাহরুখ খান।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট