ভারতে সংক্রমণ বাড়তেছে করোনা ভাইরাসের , এরই মধ্যে ভারতে এখন দু’ধরনের করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে, আর প্রতিবেশী দেশগুলোতেও হাজার হাজার ডোজ টিকা পাঠিয়েছে ভারত।
আরও বাড়ল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭,২৬২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৭,৩৪,০৫৮ জন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬০,৪৪১ জন।
১ এপ্রিল থেকেই গোটা দেশে এই করোনা টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।