29 C
Dhaka
Friday, September 29, 2023
spot_img

ভালোবাসার কথোপকথন – রেহ্‌নুমা তাবাস্ সুম।

ভালোবাসার কথোপকথন

রেহ্‌নুমা তাবাস্ সুম

প্রিয়া?
-বলো?
– তোমার কাছে ভালোবাসা মানে কি?
– আমার কাছে ভালোবাসা মানে খোলা হাওয়ায় চোখ বন্ধ করে যার কথা মনে পড়বে নিরালায়,তার সাথে চুপি চুপি পুরো বিশ্বটা ঘুরে আসা।

– হা হা। আর মায়া?
– মনে আছে তোমার? সেবার মেলায় তুমি আমাকে নীল রঙা কাচের চুড়ি কিনে দিয়েছিলে। বড্ড প্রিয় আমার কাচের চুড়ি, তা তুমি জানোই।তবে কাচের চুড়ি ভেঙে যায়। এখন অবশ্য আধ ডজন আছে। ইচ্ছে করলে পড়ি না হয় পড়ি না। কিন্তু জানো প্রিয়,এই চুড়ি পুরনো হলেও আমি কখনো ফেলবো না।কারণ এটা আমার কাছে মায়া।৷ প্রিয়জন প্রাপ্ত একচিলতে ধূসর মায়া।

– আর শূন্যতা?
– এখন অবশ্য আমি শূন্যতা অনুভব করছি না।তবে যেদিন তুমি থেকেও আমার একলা লাগবে খুব, দিগবিদিক জুড়ে ভীষণ কান্না পাবে,সেদিন বুঝবে শূন্যতা মনের উঠোনে এক্কা দোক্কা খেলছে।

– হা হা। আচ্ছা প্রিয়া,তোমার কাছে না পাওয়া মানে কি?
– আমার কাছে না পাওয়া মানে প্রিয়জনের জন্যে গড়ে তোলা সাম্রাজ্যে যখন আমি নিজেই নিখোঁজ হয়ে যাবো।

– আচ্ছা প্রিয়া! আমি তো তোমার প্রিয় জন আর তুমিও আমার প্রিয়জন। তবে তোমার কাছে প্রিয়জন মানে কি?
– প্রিয়জন মানে আমার কাছে শুধুই তুমি। প্রয়োজন থেকে অনেক ঊর্ধ্বে। যতক্ষণ আমি আছি ততক্ষণ তুমিও আছো! সাথে আছে প্রিয় জনের প্রিয়। আমার প্রিয় আর তোমার প্রিয়া। মিলেমিশেই ভালোবাসার অমূল্য হিয়া।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট