ভালোবাসা ফিরে আসে
রেহনুমা তাবাসসুম
আজ অনেক বছর পর,
হঠাৎ তোমার সাথে আমার দেখা হয়েই গেলো।
এমনও শ্রাবণ সন্ধ্যায়
নাম না জানা অচেনা কেমন এক ঢেউ হৃদয়ে বয়ে গেলো।
পাঞ্জাবীতে বরাবরই তুমি খুব সুদর্শন।
তবে কেমন যেন মনমরা লাগছে।
কী যেন কী নেই।
সমস্ত ভাবনারা একূল অকূল, উথাল পাতাল জাগছে।
সে যাক গে। আজ এতদিন পরে যে?
কোথাও যাচ্ছ বুঝি?
হ্যা,তা অবশ্য রোজই যাই।
ঠিক কাকে যেন খুজি।
ওহ। ম্লান সুরে বলে উঠলাম।
তুমিও হেসে উঠলে তাই।
আচ্ছা। যাও তাহলে।
আজ বরং যাই।
বলেই পিছু ফিরলাম
বাড়ির দিকে হাটবো বলে।
হঠাৎ তুমি নাম ধরে ডেকে উঠলে।
কি যেন কি বলার ছলে।
কত বছর পর
নাম ধরে ডাকলে।
তোমার মুখে শত জনমের এই পরিচিত নাম শুনে,
বুকটা কেপে উঠলো।
কিছু বলবে? হাসলাম আমি।
বলার আছে বলেই ডাকলাম।
তোমার চোখেও জল খেলা করে।
মনের মাঝে জানো?
কত কি আকলাম?
কিছু বললে?
না তো। তুমি কিছু শুনলে?
না।হয়তো মনের ভুল।
তা হবে হয়তো। তবে ঠিক কি করে জানলে?
কি? বুঝি নি।
এই যে আমি যা ভাবছি
সবটা শুনেই নিলে।
হাহা। তাহলে বলেই দাও।
এখনো যে আবার ভালোবাসলে?
তাহলে ছেড়ে গিয়েছিলে যে?
এইযে এতো ব্যথা দিয়েছো মনে?
প্রিয়া,সবটা সময়ের প্রয়োজনে।
যতটা ব্যথা তোমায় দিয়েছি,
এর চেয়েও অনেক টা নিজেই পেয়েছি ক্ষনে ক্ষনে।
আর কিছু বলতে হবে না।
বুঝেছি সবটাই।
কি বুঝলে বলো?
এই যে, ভালোবাসি তাই।
তাই? কি তাহলে?
এই যে, তুমি আমি মিলে আমরা হয়ে যাবো ফের।
সত্যি বলছো তো?
উফ! থামো তো।
নাটক হয়েছে ঢের।
তুমি এসে হাত ধরলে আমার।
ইস। কি বড় পাওয়া আমার বলো?
তুমি আমি মিলে আমরা হয়ে
সপ্ন গুলো এবার সাজাবোই, চল।