ভালোবাসা বেচে থাক
রেহনুমা তাব্বাসুম
মেঘের ভেলায় খুব যতনে রাখবি যদি আমায়,
ভয় কিসের বল? রাত যদি বা যায়?
অন্ধকারের তিমির কালোয় ভয় পাবি কি খুব?
তাহলে না হয় তুই ই বল,আমি থাকি চুপ।।
চাই না যেতে খুব অতলে,যেথায় আলো ঘুম,
চারিদিকে একটু তাকা,দেখ ? একলা এ শহরটাও নির্ঘুম।
তাহলে শুধু তুই আমি,
দিবি পাড়ি? মেঘের পাড়ে না হয় একটু থামি?
যাই যাই বলে ধর হাতটা ধরলাম তোর,
দেখ? যাবি তো ? আছে সে জোর?
ভালো যদি বাসিস ই খুব ,আমার থেকে বেশি?
তাহলে চল দেই অজানা পথের পাড়ি।
এইভাবে না হয় শত বছর যাক চলেই যাক,
তুই আমি, ভালোবাসা,থাক বেঁচে থাক।