এসএম টিভি ডেস্ক:ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এতে আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার ৩ জুন দুপুরে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামে।
নিহতরা হচ্ছে জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্ত ও আহতরা হলেন- মো. নূরন্নবী ও ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ দুপুরের দিকে বৃষ্টির মধ্যে ওই শিশুরা তাদের বাড়ির পাশের খেলছিল।
আর নূরন্নবী তার আখক্ষেতে কাজ করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের শশীভূষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্তকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।