সোনাইমোড়ী ডেস্ক: ভোলার দৌলতখানে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় আসামিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরশুভী গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত আসামির নাম গিয়াস উদ্দিন।
তথ্যসূত্রে জানা গেছে,ঐ গৃহবধূর স্বামী কুমিল্লায় চাকরি করে। বাড়িতে না থাকায় সেই সুযোগে প্রতিবেশী গিয়াস উদ্দিন নামের এক বখাটে মাঝেমধ্যে তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু গৃহবধূ তার খারাপ প্রস্তাবে বার বার না বলতেন।
এরপরে গত বুধবার সন্ধ্যায় তিনি ঘরে একা থাকার সুযোগে গিয়াস উদ্দিন ঐ গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
পরে গতকাল পুলিশ সন্ধ্যার সময় আসামিকে আটক করে।
এবিষয়ে দৌলতখান থানার পুলিশ পরিদর্শক সোনাইমোড়ী সংবাদকে জানান, এ ঘটনায় মামলা দায়ের করার পর আসামী গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে।
আজ সকালে তাকে ভোলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।