সোনাইমোড়ী ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্নহত্যা করা গৃহবধূর নাম ঝুমুর বেগম।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিদের জানান,একই গ্ৰামের মোঃ জুয়েল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে পারিবারিকভাবে ঝামেলা চলছিল। যা দুই পরিবারের মধ্যেও বিরোধ দেখা দেয়।
তাই আজ বৃহস্পতিবার ঝুমুরের বাবার ঘরের সামনে বারেন্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় লাশ পাওয়া যায়।
এবিষয়ে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।