সোনাইমোড়ী ডেস্ক: ভোলায় ঝুলন্ত অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার (১৫ মার্চ) বিকেলে ভোলা শহরের কালীবাড়ী রোডের ভদ্রপাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত কলেজ ছাত্রীর নাম সাদিয়া আফরিন লিয়া । তার ঠিকানা ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকা। তিনি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি লিয়া ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি। তবে আমরা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।