সোনাইমোড়ী ডেস্ক: ভোলায় ট্রাকের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছেন অন্তত ২ জন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ মার্চ) রাতে ভোলার দৌলতখান বাংলাবাজার এলাকায় । জানা গেছে, নিহত ব্যক্তির নাম সোহাগ ঠিকানা চরফ্যাশন উপজেলায়।
স্থানীয়রা জানায়, সোহাগসহ কয়েকজন বাংলা বাজার এলাকার পল্লীবিদ্যুতের এক ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
রবিবার কয়েকজন শ্রমিক ওই ঠিকাদারের বিদ্যুতের খুঁটির কাজ করতে আজিম উদ্দিন বাংলা বাজারে যান তারা।
কাজ শেষে নসিমনে করে তারা বাংলাবাজার ফিরছিলেন।
তাদের নসিমন বাংলা বাজার পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় আসলে চরফ্যাশনগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হন ও আহত হন আরও ২জন। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার আহতদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সংবাদ প্রতিনিধিদের জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।