সোনাইমোড়ী ডেস্ক: ভোলায় ট্রাক চাপায় এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, ভোলায় চরফ্যাশন-বেতুয়া সড়কের বেতুয়া বেঁড়িবাঁধ এলাকায় একটি পানের দোকান করে জীবন পরিচালনা করতেন ঐ নিহত ব্যক্তি। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সে দোকান খুলে কেনা-বেচা করছিলেন। দুপুরের দিকে স্থানীয় একটি ইটভাটা থেকে ইটভর্তি করে ট্রাকটি বেতুয়া বেঁড়িবাঁধ এলাকায় উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী দোকানে উঠিয়ে দিলে প্রচণ্ড ধাক্কায় ট্রাকটি উল্টে পড়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঐ ব্যক্তির মৃত্যু হয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, নিহত পান ব্যবসায়ীর নাম মোঃ নাসির উদ্দিন তিনি ভোলার চরফ্যাশনে উপজেলার আয়েশাবাগ গ্ৰামের বাসিন্দা।