এসএম টিভি ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে পুকুর পাড়ে গাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ কিন্তু মৃত্যুর কারণ জানা যায়নি। আজ মঙ্গলবার ৮ জুন সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম জেসমিন বেগম।
স্থানীয়রা জানায়, ১০ মাস আগে পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহের বেপারীর মেয়ে জেসমিন বেগমের সঙ্গে এ্যাওয়াজপুর ইউনিয়নের সামসুল হকের ছেলে আবুল কালামের বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হওয়ার কথাও জানান স্থানীয়রা।
জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমনটি দাবি করেছেন নিহত গৃহবধূর পরিবার। এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান স্থানীয়রা। এবিষয়ে পুলিশ জানায়,আজ সকাল ৯টায় পুকুর পাড়ের একটি গাছের ডালে গৃহবধূ জেসমিন বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য বের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।